Tuesday, September 9, 2014

আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ খুবই খুশি হন


আমার ভাই ও বোনেরা!

আল্লাহপাকের সত্ত্বা মুনফায়িল। এর অর্থ হল, কোনো ঘটনায় মনে প্রতিক্রিয়া গ্রহণ না করা। আল্লাহপাকের সত্ত্বা ক্রিয়াশীলতা থেকে পবিত্র। তিনি একথা বলেন না যে, ও আচ্ছা, এখন এসেছ তাওবা করতে! যখন মুখের দাঁতগুলো সব পড়ে গেছে, চোখের জ্যোতি হারিয়ে গেছে, তখন এসেছ তাওবা করতে!

আল্লাহ এমনটি বলেন না। বরং জীবনের শেষ মুহূর্তে তওবা করলেও আল্লাহ তা কবুল করেন। শর্ত হলো, তাওবা হতে হবে যথাযথ। বলতে হবে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও।

সত্যমনে তাওবা করলে আল্লাহকে দয়ালু পাবেন।

মানুষ যখন তাওবা করে, তখন আকাশে আলোকসজ্জা করা হয়। যেমনটি বিয়ে বাড়িতে আলো জ্বলে। তাতে মানুষ বোঝে, এখানে উৎসবের কিছু হচ্ছে।

অনুরূপভাবে আকাশেও আলোকসজ্জা করা হয়। ফেরেশতারা জিজ্ঞেস করে, এই বাতিগুলো কিসের? উত্তরে এক ফেরেশতা সব কটি আকাশে ঘোষণা করে, অমুক নারী, অমুক মহিলা আজ তাওবা করেছে। সেই আনন্দে আল্লাহ আকাশকে সজ্জিত করেছেন।

আল্লাহর বান্দাগণ, উৎসব তো করা দরকার ছিল আমাদের যে, আমাদের তাওবা কবুল হয়েছে। আমাদের দুনিয়া ও আখেরাতের বিপদ কেটে গেছে। কিন্তু উৎসব পালন করছেন আল্লাহ, আমাদের তাওবার যার কোন পরোয়া নেই। আমরা তাওবা করলেও তিনি গনী, না করলেও গনী। নামায পড়লেও গনী, না পড়লেও গনী।

আমাদের আনুগত্য তাঁকে উঁচু করে না।

আমাদের অবাধ্যতা তাঁকে নিচু করে না। আমাদের আনুগত্যে তাঁর মর্যাদা বাড়ে না।

আমাদের অবাধ্যতায় তাঁর মর্যাদা কমে না।

কিন্তু তারপরও তিনি আলোকসজ্জা করেন যে, দেখো, আমার বান্দা আমার কাছে তাওবার জন্য এসে পড়েছে!

0 comments:

Post a Comment

Write your comment here.
এখানে আপনার মন্তব্যটি লিখুন।