Sunday, September 7, 2014

জীবনের জন্য মূল্যবান পরামর্শ

১। হযরত লোকমান (আঃ) এক ব্যক্তির ক্রীতদাস ছিলেন।একদিন তার মনিব তাকে বললেন, একটা বকরী জবাই করে তার উত্তম অংশগুলো আমার সামনে উপস্থিত কর।লোকমান (আঃ) বকরী জবাই করে বকরীর জিহ্বা ও কলিজা আনলেন। দ্বিতীয় দিন তার মনিব তাকে বললেন,অন্য বকরী জবাই করে তার খারাপ অংশগুলো আমার সামনে উপস্থিত কর। লোকমান (আঃ) বকরী জবাই করে ঐ দুটি অংশ অর্থাৎ জিহ্বা ও কলিজাই মনিবের সামনে উপস্থিত করলেন। মনিব তাকে জিজ্ঞেস করলেন,আমি বকরীর উত্তম অংশ চাইলে তুমি যে অংশগুলি উপস্থিত করেছ, খারাপ অংশগুলো চাইলেও তুমি সে অংশগুলোই উপস্থিত করেছ এর কারণ কি? লোকমান (আঃ) উত্তর করলেন,যদি মানুষের জিহ্বা ও অন্তর ঠিক থাকে তাহলে সে কল্যাণ পাবে। আর যদি এ দুটো খারাপ হয় তাহলে সে ধ্বংস হবে। তাই এ দুটি অংশ যেমন উত্তম, তেমন অধমও।

২। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি তিন বস্তুর ক্ষতি হতে নিজেকে রক্ষা করবে সে যেন সকল মন্দ হতে রক্ষা পেল।
প্রথম হল পেট, যে ব্যক্তি হারাম উপার্জন ভক্ষণ করবে না, সে ব্যক্তি আল্লাহর দরবারে অনেক উন্নত মরতবায় পৌঁছে।
দ্বিতীয়াংশ হল লজ্জাস্থান,যদি মানুষ যিনা ব্যভিচার না করে তাহলে নিঃসন্দেহে নাজাত পাবে। তৃতীয় হল জিহ্বা।
{ইমাম গাযালী (রঃ)

0 comments:

Post a Comment

Write your comment here.
এখানে আপনার মন্তব্যটি লিখুন।