Sunday, November 30, 2014

আল্লাহ ছাড়া আমাদের কোন উপায় নেই


পবিত্র কুরআন নিয়ম ঠিক করে দিয়েছে যে, তোমরা আল্লাহকে সঙ্গে নিয়ে নাও । আল্লাহকে সঙ্গে নেওয়া ব্যতীত না দুনিয়া গড়বে, না আখেরাত গড়বে । আল্লাহবিহীন জীবনে না ভেতরে সুখ আছে, না বাইরে সুখ আছে ।
একজন মানুষ যদি সমগ্র জগতের সমুদয় সম্পদের মালিক হয়ে যায়,
সমগ্র জগতের সমুদয় রূপ-সৌন্দর্যকে যদি পাশে বসিয়ে নিতে সক্ষম হয়,
সমগ্র জগতের ক্ষমতার তাজ যদি তার মাথায় সুশোভিত হয়,
সমগ্র জগতের ধনভান্ডার গুটিয়ে যদি তার পায়ে এসে পতিত হয়,
কিন্তু যদি আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকে, তাহলে এসবের মধ্যে এমন কোনো বস্তু নেই, যেটি তার ভেতরে অন্ধকারকে দূর করতে সক্ষম হবে ।
এমন কোনো বস্তু নেই, যেটি তার আত্মার ছটফটানির প্রতিকার হতে পারে ।
এমন কোনো বস্তু নেই, যেটি তার ভেতরের অন্ধকার জগতকে আলোকিত করতে সক্ষম হবে ।
অন্তরের মলম একমাত্র আল্লাহ ।
আত্মার অন্ধকারের আলো একমাত্র আল্লাহ ।
ভেতরের সকল অস্থিরতার একমাত্র প্রতিকার আল্লাহ ।
বাইরের ব্যথা-বেদনার নিরাময়কারী আল্লাহ ছাড়া আর কেউ নেই ।
ভেতরের চিন্তা-পেরেশানি বিদূরিতকারী আল্লাহ ছাড়া কেউ নয় ।
তাই আসুন আমরা সবসময় আল্লাহকে স্মরণ করি এবং তাঁর হুকুম আহকামগুলো মেনে চলি । আল্লাহ্‌ আমাদের সবাইকে তৌফিক দান করুন ।

0 comments:

Post a Comment

Write your comment here.
এখানে আপনার মন্তব্যটি লিখুন।