Friday, October 3, 2014

যিলহজ্জ মাসের ৯ তারিখের ফযর থেকে ১৩ তারিখের আসব পর্যন্ত তাকবীরে তাশরীক ওয়াজিব


তাকবীরে তাশরীক!!

আল্লাহু আকবার ,আল্লাহু আকবার , লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ,আল্লাহু আকবার ,ওয়া লিল্লাহিল হামদ ।
> যিলহজ্জ মাসের ৯ তারিখের ফযর থেকে ১৩ তারিখের আসব পর্যন্ত মোট ২৩ ওয়াক্তের ফরয নামাযের পর এবং ঈদুল আযহার পর একবার করে উচ্চ স্বরে তাকবীরে তাশরীক বলা প্রত্যেক নর নারীর উপর ওয়াজিব । মহিলাদের অবশ্য নিচু স্বরে তাকবীরে তাশরীক
বলবে । 

> তাকবীরে তাশরীক একবার করে পড়া ওয়াজিব । তিনবার পড়বে হবে এমন মনে করা বিদআত । 
> ফরয নামাযে সালাম ফিরানোর শেষ হবার সাথে সাথে তাকবীরে তাশরীক বলা ওয়াজিব । কেউ যদি এ সময় তাকবীরে তাশরীক
বলতে ভুলে যায়, তবে যতক্ষন সে মসজিদে থাকবে ও নামায ভঙ্গ হয় এমন কাজ না করে এবং তখন পর্যন্ত তাকবীরে তাশরীক বলার সুযোগ থাকবে । আর যদি নামায ভঙ্গ হয়ে যায় এমন কাজ করে তবে আর তাকবীরে তাশরীক বলার সুযোগ থাকবে । তবে মনে না থাকার জন্য ওয়াজিব না আদায় করার জিম্মাদারী তার উপর থাকবে না । কেননা তাকবীরে তাশরীকের কাযা আদায় করার নিয়ম নাই । 

> চলতি বছরের যিলহজ্জ মাসের উল্লেখিত পাঁচ দিনের ছুটে যাওয়া ফরয নামায উক্ত পাঁচ দিনের মধ্যেই কাযা আদায় করলে, কাযা নামায পর তাকবীরে তাশরীক বলতে হবে । 
> অন্য সময়ের ছুটে যাওয়া ফরয নামায এই পাঁচ দিনের মধ্যে কাযা পড়লে অথবা এই পাঁচ দিনের ফরয নামায অন্য সময়ে কাযা আদায় করলে অথবা এক বছরের এই পাঁচ দিনের ফরয নামায অন্য বছরের এই পাঁচ দিনে কাযা আদায় করলে, উক্ত কাযা নামাযের পর তাকবীরে তাশরীক বলতে হবে না । 

0 comments:

Post a Comment

Write your comment here.
এখানে আপনার মন্তব্যটি লিখুন।