Sunday, September 7, 2014

একরামে মুসলিমীনের গুরুত্ব

হজরত জাবের ইবনে আব্দুল্লাহ ও হজরত আবু তালহা ইবনে সাহল আনসারী (রাজি) বর্ননা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যাক্তি কোন মুসলমানের সাহায্য করা হইতে এমন সময় হাত গুটাইয়া লয় যখন তাহার ইজ্জতের উপর হামলা করা হইতেছে এবং তাহারসম্মানের ক্ষতি করা হইতেছে, তখন আল্লাহ তায়ালা তাহাকে এমন সময় নিজের সাহায্য হইতে বঞ্চিত রাখিবেন যখন সে আল্লাহ তায়ালার সাহায্যের আগ্রহী (ও তলবকারী) হইবে আর যে কোন ব্যাক্তি মুসলমানের এমন সময় সাহায্য ও সহানুভূতি করে যখন তাহার ইজ্জতের উপর হামলা করা হইতেছে ও সম্মান নষ্টকরা হইতেছে, তখন আল্লাহ তায়ালা এমন সময় তাহার সাহায্য করিবেন, যখন সে আল্লাহ তায়ালার কাছে সাহায্য প্রার্থনা করিবে।

( আবু দাউদ )


0 comments:

Post a Comment

Write your comment here.
এখানে আপনার মন্তব্যটি লিখুন।